লিভারপুল-চেলসি ম্যাচ ড্র

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের লিভারপুল-চেলসি মধ্যকার ম্যাচটিতে জয়ের দেখা পায়নি কোনো দলই। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য ব্যবধানেই। ড্রয়ের পরও পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে দুদলেরেই।

১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করছে লিভারপুল। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসিরও সংগ্রহে রয়েছে ২৯ পয়েন্ট। তাদের অবস্থান টেবিলের ১০ নম্বরে। এদিকে ১৮ ম্যাচে সর্বোচ্চ ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান আর্সেনালের। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটির লড়াই হয়েছে শেয়ানে শেয়ানে। বল দখল ও আক্রমণে সমানতালেই খেলেছে দুদল। পুরো ম্যাচের ৪৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল রাখতে পারে লিভারপুল। আর প্রতিপক্ষের গোলবারে মোট শট নিতে পেরেছে তিনটি। কিন্তু পায়নি গোলের দেখা।

এদিকে পুরো ম্যাচের ৫৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছেন সফররত চেলসির ফুটবলাররা। আর লিভারপুলের গোলবার বরাবর অনটার্গেট শট নিয়েছে তিনটি। তারাও পায়নি গোলের দেখা।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএম)