আট ইউএনওর পদায়ন
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৩, ২০:৩৫
প্রশাসনে আট জ্যেষ্ঠ সহকারী সচিব পদ মর্যাদা কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের ত্রিশালের ইউএনও মো. আক্তারুজ্জামানকে ইউএনও হিসেবে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভর্নেন্স ইনোভেশনের উপপরিচালক কাজী মো. মোহসীন উজ্জলকে ময়মনসিংহ বিভাগে, ঢাকা বিপিএটিসির উপপরিচালক আফিয়া সুলতানা কেয়াকে রাজশাহী বিভাগে, পটুয়াখালী কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্যাকে ঢাকা বিভাগে, নেত্রকোনা জেলা পরিষদের সচিব আসাদুজ্জামানকে ময়মনসিংহ বিভাগে, ঢাকা শিশু একাডেমির উপপরিচালক আহমেদ সাব্বির সাজ্জাদকে বরিশাল বিভাগে, ঢাকার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবলায়ের উপপরিচালক শান্তা রহমানকে ঢাকা বিভাগে এবং সিলেট পাবলিক সার্ভিস কমিশনের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুকে সিলেট বিভাগে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এএ/এসএম)