নোয়াখালীতে জেলা জজ আদালতের চালকসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৩, ২১:০৯

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে আবদুর রহিম ও মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক নামে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়।

রবিবার বিকাল ৪টার দিকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারির বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের মো. আবদুর রহিম (৩৯), তিনি জেলা জজ আদালতের একজন চালক ও কাদিরহানিফ পশ্চিম রাজারামপুর গ্রামের মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারির বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই বাসা থেকে আবদুর রহিম ও জলিল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির সাড়ে ৩ হাজার টাকাও পাওয়া যায় তাদের কাছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন পর্যন্ত তারা ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে কম মূল্যে ক্রয় করে এবং তা নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :