১৩৪ কোটি টাকা হারিয়ে নিঃস্ব বোল্ট, যা বললেন জ্যামাইকার অর্থমন্ত্রী

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা চুরি হয়ে নিঃস্ব হয়ে গেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের। চুরিকৃত অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ কোটি। বোল্টের আইনজীবী চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অপ্রত্যাশিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জ্যামাইকার অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক। দ্রুত তদন্ত করা নির্দেশও দেন তিনি।

খেলোয়াড়ি ক্যারিয়ারে অর্জিত টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে জমা রেখেছিলেন বোল্ট। কিন্তু হুট করেই সব টাকা চুরি হয়ে যাওয়ায় দুঃচিন্তাই পড়েছেন তিনি। যদিও নিজে থেকে কিছুই বলেননি তিনি। এ বিষয়ে বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন বলেন, ‘অপ্রত্যাশিত এমন সংবাদে অনেক শক্ত ব্যক্তিও ভেঙে পড়ে। বোল্টের ক্ষেত্রেও একই ঘটেছে। তিনি এই অ্যাকাউন্টটিকে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখেছিলেন।’

দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দেশটির অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেন, ‘পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। সব সত্যি সামনে আসবে। কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হলো তা দেখা হবে। এই চুরির ফলে কারা লাভবান হলো সেটা খুঁজে বের করা হবে। কে এই কাণ্ড ঘটাল সেটা দেখতে হবে।’

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমএম)