লালপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার লক্ষীপুর বাজারে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে তারা এই কর্মসুচি পালন করে।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম স্বপন, সুমন আহমেদ, সুবলাইসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, পদ্মা নদী থেকে উপজেলার বিভিন্ন মৌজায় এলাকার এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় কিছু অসৎ ব্যক্তি নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছে। এরফলে নদীর তীর রক্ষা বাঁধ, ফসলী জমি ও বাড়িঘর হুমকীর মুখে পড়েছে। অতি সম্প্রতি তাদের এই অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে তারা এলাকার জনগণকে আতঙ্কিত করার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে। জনগণকে আতঙ্কিত করেই ওই মহলটি থেমে থাকেনি। তারা বাধা দানকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানী করছে। এ অবস্থায় নদীর তীর রক্ষা বাঁধ , ফসলি জমি, বাড়িঘর রক্ষার দাবীতে ওই মহলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :