এস্তোনিয়ার ওপর ক্ষুব্ধ রাশিয়া, রাষ্ট্রদূতকে মস্কো ছাড়ার নির্দেশ
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৪৮
সম্পূর্ণরূপে রুশ ফোবিক কূটনীতি অবলম্বন করায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমিয়েছে রাশিয়া। সেইসঙ্গে দেশটির রাষ্ট্রদূত মার্গাস লাইড্রেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ছেড়ে যেতে নির্দেশ রাশিয়া। খবর আরটির।
তালিন দূতাবাস থেকে মস্কো তার দূতাবাসের কর্মী ছাঁটাই করেছে অভিযোগ করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘এস্তোনিয়ান নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে (দ্বিপাক্ষিক) সম্পর্কের পুরো জটিলতাকে ধ্বংস করছে। তালিন আমাদের দেশের প্রতি সম্পূর্ণ রুসোফোবিয়া এবং শত্রুতার চাষকে রাষ্ট্রীয় নীতির স্তরে উন্নীত করেছে।’
চলতি মাসে এস্তোনিয়ান কর্তৃপক্ষ রাশিয়াকে ১ ফেব্রুয়ারির মধ্যে তালিনে তাদের দূতাবাসে কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করতে বলেছিল।
এস্তোনিয়ান পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু সে সময় বলেছিলেন, ‘আক্রমনাত্মক যুদ্ধের মাঝখানে রাশিয়ান দূতাবাসের কর্মীরা এস্তোনিয়ান-রাশিয়ান সম্পর্কের উন্নতির জন্য কাজ করছে না বলে আমরা বিশ্বাস করি। রাশিয়ান মিশনের বর্তমান আকার অযৌক্তিক।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তালিনে তাদের কূটনৈতিক কর্মীদের ছাঁটাই করার দাবির নিন্দা করেছেন। তিনি বলেছিলেন, ‘এটি কোনও গোপন বিষয় নয় যে এস্তোনিয়া রাশিয়ার প্রতি সবচেয়ে শত্রু দেশগুলির মধ্যে একটি।’
তালিনে রাশিয়ান দূতাবাস গত সপ্তাহে বলেছিল, এস্তোনিয়ান কর্তৃপক্ষের পদক্ষেপগুলি এটিকে স্বাভাবিকভাবে কাজ করতে বাধা দিয়েছে এবং ‘কনস্যুলার পরিষেবাগুলিতে বাধা’ সৃষ্টি করেছে।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএটি)