সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ ও কাওলায় বাস স্টপেজ চেয়ে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩, ২১:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কুড়িলে সড়ক দুর্ঘটনায় নিহত নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে তার সহকর্মীরা কাওলা মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবি জানান।

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত রাজধানীর কাওলা এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।

এর আগে রবিবার বিকালেও নাদিয়ার সহপাঠীরা নর্দান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ পালন করে কাওলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

এদিকে নাদিয়া সুলতানাকে চাপা দেওয়া বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। তারা হলেন- বাসচালক মো. লিটন ও সহকারী আবুল খায়ের। দুপুরে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত।

জানা যায়, ঘটনার দিন বই কিনতে মোটরসাইকেলযোগে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া। কুড়িল বিশ্বরোড এলাকায় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। বাসটি নাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন নাদিয়ার বন্ধু মোটরসাইকেলচালক মেহেদি। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএস/ইএস)