দুদিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের গুলি, এবার নিহত অন্তত ৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তিন দিনের ব্যবধানে ফের নির্বিচারে গোলাগুলির ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরের দুই জায়গায় গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গুলিবর্ষণ করা ঝাও চুনলি ৬৭ বছর বয়সি বলে সান ফ্রান্সিসকো ক্রনিকল শেরিফের দপ্তর জানিয়েছে। তবে কী কারণে হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তদন্তকারীরা।
এর আগে শনিবার রাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেরি পার্ক শহরে নির্বিচার গুলিবর্ষণের আরেকটি ঘটনায় ১১ জন নিহত হন।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ডিএম)