হাতিরঝিলে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯
রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ঢাকাটাইমসকে বলেন, মঙ্গলবার সকালে হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে মগবাজারে যাওয়ার পথে আমবাগান এলাকার উল্টো পাশের লেকে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে একটি প্যান্ট ছিল। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
এনামুল হক ঢাকাটাইমসকে বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি খুনের শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তার লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এএ/কেএম)