মগবাজারের বিস্ফোরণ ছিল বোমার, অসংখ্য স্প্লিন্টার উদ্ধার: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:১৫| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৭:০২
অ- অ+

রাজধানীর মগবাজারে ওয়ারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশীদ। বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

হারুন-অর রশীদ বলেন, ‘বিস্ফোরক দ্রব্যটি ময়লা একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনাস্থল থেকে স্প্লিন্টারও পাওয়া গেছে। কী উদ্দেশ্যে বোমাটি এখানে রাখা হয়েছিলো আমরা সেটা বের করার জন্য কাজ করছি। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিলো, তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে।’

প্লাস্টিকের ড্রামটিতে বোমা ছিলা কিনা প্রশ্ন করা হলে হারুন বলেন, ‘ময়লার ড্রামটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল এবং ঘটনাস্থলে অসংখ্য স্প্লিন্টার পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণে চারজন মানুষও আহত হয়েছেন। একটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এটা কেন রাখা হয়েছিলো সেটা আমরা বের করার চেষ্টা করছি।’

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা