স্বতন্ত্র প্রার্থী উকিল সাত্তারের কর্মিসভা রূপ নিল আ.লীগের সভায়

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:২২

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন নিয়ে কর্মিসভা করেছেন আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উকিল আব্দুস সাত্তার সমর্থক গোষ্ঠী আয়োজিত এ কর্মিসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতারা।

সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুল হোসেনর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বক্তব্যে আওয়ামী লীগে নেতারা বলেন, ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে সাত্তার সাহেব নির্বাচনে প্রার্থী হয়েছেন, সঠিক কাজ করেছেন, রুমিন ফারহানা বলেছিলেন নির্বাচন প্রতিহত করবেন তাই আমরা সাত্তার সাহেবকে বিজয়ী করতে কাজ করবো। ৮৪টি কেন্দ্রে কমিটি করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করে ভোটের মাধ্যমে সাত্তার সাহেবকে বিজয়ী করবো।

বক্তারা আরো বলেন, আজকের আকর্ষণ উকিল আব্দুস সাত্তার ভূইয়া, শেষ বয়সে তাকে তার দল মূল্যায়ন করেননি তাই তিনি শেষ বয়সে তাকে নির্বাচিত করে তার দলের ভুল সিদ্ধান্তের জবাব দিবো আমরা।

স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার। এছাড়াও সংরক্ষিত আসনের নারী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক মঈন উদ্দিন মঈন, বেসরকারি শিক্ষক কল্যান ট্রাস্টের সদস্য সচিব শাজাহান আলম সাজু, বাংলাদেশ আইন সমিতির সভাপতি কামরুজ্জান আনসারী, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :