পূবাইলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:০০

গাজীপুর মহানগরের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবী কেন্দ্রীয় জামে মসজিদ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মো. ফয়সাল হোসেন।

তিনি বলেন, আমরা সবাই মুসলমান আমাদের ইসলামের নিয়ম-নীতিী মেনে চলতে হবে। মসজিদ মাদ্রাসায় বেশি বেশি করে দান করতে হবে যা আমাদের মৃত্যুর পর কাজে লাগবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদী, শায়খুল হাদিস, জামিয়া দারুল হাবিব।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু হানিফ মিয়া, প্রকৌশলী মোহাম্মদ মজিবুর রহমান কাজল সাধারণ সম্পাদক মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি করপোরেশন। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :