সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে সালথায় মানববন্ধন

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:৫৫

আটকের পর কারাগারে পাঠানো সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী সাংবাদিক হলেন, দৈনিক বাংলা-৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সালথা মডেল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায় দিনের সালথা প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, দৈনিক আজকালের খবরের মনির মোল্যা, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

এ সময় সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক কালের কণ্ঠের নুরুল ইসলাম, একুশের কণ্ঠের মজিবুর রহমান, দৈনিক যুগান্তরের শফিকুল ইসলাম, দৈনিক সকালের সময়ের মোহাম্মদ সুমন, দৈনিক আমার সংবাদের বিধান মন্ডলসহ স্থানীয় সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বাক স্বাধীনতা না থাকলে সমাজ ও রাস্ট্র দুর্বৃত্তয়নের দখলে চলে যাবে। এটা দেশের সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা অনতিবিলম্বে সাংবাদিক রঘুনাথের নিঃশর্ত মুক্তি দাবি জানাই।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সোমবার দুপুরে সাতক্ষীরা সদর এলাকা থেকে সাংবাদিক রঘুনাথ খাঁকে সাদা পোশাকধারী জনৈক দুই ব্যক্তি তুলে নিয়ে যায়। এরপর মঙ্গলবার বিকালে দেবহাটা থানা পুলিশ তাকে ককটেলসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :