নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪২ জনের জামিন নামঞ্জুর

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৪৫

নড়াইলে দুটি নাশকতা মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ ৪২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।

নড়াইল জেলা জজকোর্টের পিপি এমদাদুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে সারাদেশের ন্যায় নড়াইলের চারটি থানার বিভিন্ন এলাকায় ৩ ডিসেম্বর বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং বিস্ফোরক আইনে চার থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ।

এ মামলার পর আসামিরা হাইকোর্টে জামিন প্রার্থনা করলে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেন হাইকোর্ট।

এদিকে, গত মঙ্গলবার অপর দুইটি মামলায় ৪৬ জন বিএনপির নেতাকর্মীর জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন একই আদালতের বিচারক।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :