কায়বা সীমান্তে ৭০ স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির বিশেষ টহল দল কায়বা সীমান্তে এক অভিযান চালিয়ে ৭০ পিস স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ শফিকুল ও হান্নান নামে দুই পাচারকারীকে আটক করেছে। যার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম।

গোপন তথ্যেরভিত্তিতে পাঁচ কায়বা আম বাগানের পার্শ্ব দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে বলে জানা যায়। পরে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি বিশেষ টহল দল পাঁচ কায়বা আম বাগানে অবস্থান নিলে ০১টি সাদা রঙের প্রাইভেটকার থেকে ২জনকে আটক করে। প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ির স্টিয়ারিং-এর সামনে মিটার গেজে স্টিলের বক্সে কসটেপ দিয়ে মুড়িয়ে লুকায়িত অবস্থায় ৮ কেজি ১৬৩ ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- শফিকুল ইসলাম (২৯) ও হান্নান প্রধান (৩৪)।

খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান জানান, শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৭০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :