মেঘনায় চার লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:৪৭

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ মিটার অবৈধ কারেন্টজাল, ১টি মশারিজাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন হিসেবে মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করছে। সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসফিকুর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, বাংলাদেশ নৌবাহিনী ও নৌ-পুলিশের সদস্যরা।

এর আগে ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনের বিশেষ কম্বিং অপারেশনে ৭ লাখ ৩০ হাজার মিটার কারেন্টজাল, ১টি বেহুন্দি জাল, ৩টি মশারি জাল ও ৬৫ কেজি জাটকা জব্দ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :