ফটো সাংবাদিক আফতাব হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ২১:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩, ২২:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডা‌দেশপ্রাপ্ত আসা‌মি রাজু মু‌ন্সি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশের এ‌ন্টি টেরোরিজম ইউ‌নিট (এ‌টিইউ)।

বুধবার সন্ধ‌্যায় দিনাজপুরের হি‌লি সীমান্ত এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয় বলে এ‌টিইউ সূ‌ত্রে জানা গে‌ছে।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসা থেকে সাংবাদিক আফতাব আহমেদের মর‌দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন— বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপরজন সবুজ খানকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তোলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএস/ইএস)