পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিকৃত ইতিহাস জাতির ধ্বংসে ডেকে আনবে: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ২২:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বিকৃত ইতিহাস জাতির ধ্বংস ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা প্রিন্সিপাল স উ ম আবদুস সামাদ। বলেন, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য একটি গোষ্ঠী পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস, কাল্পনিক ছবি, মানুষকে বানর থেকে সৃষ্টি এবং অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করে জাতিকে চরমভাবে বিভ্রান্ত করছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আয়োজিত পাঠ্যপুস্তকে ভুল: একটি পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আবদুস সামাদ, স্বাধীন সার্বভৌম এবং সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে ভিনদেশী ধর্মের আমদানীর ষড়যন্ত্র কখনো ভাল কিছু বয়ে আনবে না। বরং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। নৈতিকতাহীন শিক্ষা পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসনকে বিলুপ্ত করতে পারলে নৈতিকতা শুন্য হলে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রভাব পড়বে।

এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা আবদুল আলিম রেজভী। তিনি বলেন, আমরা নীতিবান ব্যক্তি তৈরি করতে চাই। সমাজে আলোকিত মানুষ তৈরি করতে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি অবিলম্বে সরকারের পক্ষ থেকে করা কমিটিতে বিজ্ঞ ওলামায়ে কেরামগণকে সম্পৃক্ত করার আহবান জানান। গোলটেবিল বৈঠকে নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাস বাতিলের লক্ষ্যে ৮ দফা দাবি পেশ করা হয়।

গোলটেবিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলামিস্ট শাইখ উসমান গনী, আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, কাজী সমিতির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কাজী মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ আখতার ফারুক, মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর টিপু প্রমুখ। 

বক্তব্যে তারা অবিলম্বে ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস সংশোধন করে সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূক করার জোর দাবি জানান। 

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএম/এসএম)