শেয়ারে জালিয়াতির অভিযোগের পর আদানির সম্পদের দাম কমল ৬০০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান শেয়ার বাজারে কারসাজি ও হিসাবে জালিয়াতির অভিযোগ তোলার পর ভারতের আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক দরপতন ঘটেছে।
এর ফলে বুধবার ভারতীয় পুঁজি বাজারে দরপতনের কারণে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির মোট সম্পদের দাম ৬০০ কোটি ডলার কমে যায় বলে খবর দিয়েছে এএফপি।
৬০ বছর বয়সী গৌতম আদানি ফোর্বসের তালিকায় বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। যদিও ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান চতুর্থ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্যানুসারে, আদানির আনুমানিক ১২ হাজার কোটি ডলার সমমূল্যের সম্পদ রয়েছে।
আশির দশকে ব্যবসা শুরু করা আদানির মালিকানায় আছে সমুদ্রবন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি। তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো ভারতের চাহিদার এক-তৃতীয়াংশের বেশি কয়লা আমদানি করে। এছাড়া ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ২২ শতাংশ হয় আদানির প্রতিষ্ঠানের মাধ্যমে। এই বিদ্যুতের বেশির ভাগই উৎপাদন করা হয় কয়লা থেকে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গবেষণাকারী সংস্থা হ্যান্ডেনবার্গ রিসার্চ এক প্রতিবেদনে জানায়, কয়েক দশক ধরে আদানি গ্রুপ নির্লজ্জভাবে শেয়ার বাজার কারসাজি করে আসছে। এছাড়া তারা হিসাব জালিয়াতিতেও জড়িত।
হ্যান্ডেনবার্গ বলছে, আদানি গ্রুপের প্রাক্তন নির্বাহীদের সাক্ষাৎকার, একাধিক দেশে আদানির ব্যবসা পরিদর্শন এবং নথি পর্যালোচনার ভিত্তিতে দুই বছরের তদন্ত চালানো হয়। তদন্তে আদানি গ্রুপের শেয়ার বাজার কারসাজি এবং হিসাব জালিয়াতির বিষয়টি উঠে আসে।
এদিকে হ্যান্ডেনবার্গের তোলা অভিযোগ এক বিবৃতিতে খারিজ করেছে আদানি গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জোগেসিন্দর সিং। বিবৃতিতে তিনি দাবি করেন, হ্যান্ডেনবার্গের প্রতিবেদনটি ভুল তথ্য, পুরোনো এবং ভিত্তিহীন ও ভুয়া অভিযোগের সংমিশ্রণে তৈরি করা।’
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ডিএম)