নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে বিস্ফোরণে নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

নাইজেরিয়ার উত্তর কেন্দ্রীয় অঞ্চলে সন্দেহভাজন বোমা বিস্ফোরণে অন্তত ৫০ গবাদি পশুপালক এবং পথচারী নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বুধবার রাজ্য সরকারের এক কর্মকর্তা এবং জাতীয় গবাদি পশু পালনকারীদের মুখপাত্র বলেছেন। খবর রয়টার্সের।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর মধ্য নাইজেরিয়ার নাসারাওয়া এবং বেনু রাজ্যের মধ্যে।

নাইজেরিয়ার মিয়াত্তি আল্লাহ ক্যাটল ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র তাসিউ সুলেমান বলেছেন, ফুলানি পশুপালকদের একটি দল বেনু থেকে তাদের গবাদি পশু নিয়ে যাচ্ছিল। সেসময় ওই এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে চারণ বিরোধী আইন লঙ্ঘনের জন্য পশুগুলিকে বাজেয়াপ্ত করেছিল কর্তৃপক্ষ।

সুলেমান বলেন, ‘কমপক্ষে প্রায় ৫৪ জন তাত্ক্ষণিকভাবে মারা যায়। এছাড়াও অনেকে আহত হয়েছে।’

নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে কতজন নিহত হয়েছেন তা বলেননি, তবে সাংবাদিকদের বলেছেন বোমা বিস্ফোরণের কারণেই হতাহত ঘটেছে।

তবে বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে এব্যাপারে তিনি কিছুই বলেননি। তিনি উত্তেজনা হ্রাস করার উদ্দেশে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।

মিডল বেল্ট নামে পরিচিত উত্তর সেন্ট্রাল নাইজেরিয়ায় ফুলানি যাজক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষের কারণে সহিংসতার প্রবণতা রয়েছে। এই অঞ্চলটিতে প্রায়শই ধর্মীয় সংঘাত বাধে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন কৃষিকাজের জন্য নিবেদিত এলাকা সম্প্রসারণের দিকে পরিচালিত করেছে। ফলে গবাদি পশুর পালকে খোলা মাঠে চড়ানোর জন্য কম জমি পাচ্ছে যাযাবররা।

গভর্নরের মুখপাত্র আবুবকর লাদান রয়টার্সকে বলেছেন, বুধবারের আগে নিহতদের গণ দাফন করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :