মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩০ | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:০০

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সৎ বাবা জয়নাল আবেদীন নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান।

দন্ডপ্রাপ্ত আসামি হলেন মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের জয়নাল আবেদীন।

মামলার বিবরণে জানা যায়, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় শিশুকন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সঙ্গে মহেশপুরের স্বরূপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। প্রতিদিনের মত সকালে হাঁটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। ওই দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :