বেসরকারি ক্লিনিকের বাড়তি ফি তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বেসরকারি ক্লিনিকগুলোতে রোগীদের কাছ থেকে বাড়তি ফি আদায় করছে কি না, তা তদারকি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। এর জন্য সবাই মিলে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, 'বেসরকারি হাসপাতালে ডিসিদের ভিজিট বাড়ানো ও ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।সেইসঙ্গে অপ্রয়োজনীয় সিজার এবং অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে কি না, তা তদারকি করতে বেসরকারি ক্লিনিক পরিদর্শনের জন্য আমরা ডিসিদের অনুরোধ করেছি।'

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল খাবার, দুষিত পানি এসব বন্ধে ডিসিদের অভিযান করার কথা বলা হয়েছে। খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা।'

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএম/কেএম)