সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলার ৪ দিন পর বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার তালায় জমির বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আবু মুছা সরদার (৬৫) ঘটনার চারদিন পর মারা গেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুছা সরদার (৬৫) জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে।

জানা যায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সাথে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ জানুয়ারি বিকালে জমির মাপজোখকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদার হামলা করলে আবু মুছা সরদার (৬৫), মিলি আক্তারকে (৪৬) জখম করে। মারাত্মক আহত অবস্থায় মুছা সরদারকে তালা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত মিলি আক্তার বাদী হয়ে সাইফুলসহ ৫ জনকে আসামি করে তালা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৫।

এ দিকে ঘটনার চারদিন পর বুধবার (২৫ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ভাই মনিরুজ্জামান সরদার জানান, ২১ জানুয়ারি বিকালে আমাদের না জানিয়ে, আমাদের অনুপস্থিতে বাড়ির উঠানে খুঁটি পোতে সাইফুলগংরা। আমরা বাড়িতে এসে বিষয়টি জানতে চাইলে, সাইফুলসহ বিবাদীরা আমাদের ওপর হামলা করে এতে আমার ভাই আহত হয়।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোন ঘটনা ঘটেনি, তার পরেও  মামলা হয়েছে। আমরা উক্ত মামলায় জামিনে আছি। মৃত্যু নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। 

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু জানান, তিনদিন আগে মারামারি হয়েছে, সে ঘটনায় থানায় মামলাও হয়েছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা আছে, বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরে মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এআর)