প্রতারণা মামলায় আদম ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৩, ১৭:০৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় আলতাপ হোসেন (৪০) নামে এক আদম ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় দেন।

একইদিন বিকালে বাদী পক্ষের আইনজীবী শফিউদ্দিন মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি আলতাপ হোসেন রাজবাড়ীর গোয়ালন্দ থানার চরদৌলতদিয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্র জানা যায়, ২০১৮ সালে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ১০ জনের কাছে থেকে প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন আলতাপ হোসেন। পরে এ ঘটনা নিয়ে রানা হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)