দেশ-জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান সরকার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জাতির এই দুর্দিনে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষকেই যদি নিরাপত্তা দিতে না পারি, তাহলে সেই রাজনীতি করে লাভ নেই।

বৃহস্পতিবার দুপুরে বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, জনগণের টাকা আত্মসাৎ ও লুটপাট করে রাজনীতি করবেন, বাংলার মাটিতে আমরা তা হতে দেব না। শুধু নিজের জন্য রাজনীতি করলে হবে না, রাজনীতি মানুষের জন্য।

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কিবরিয়া খান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :