শিপিং করপোরেশনে ৩১ জানুয়ারি যোগ না দিলে ফারহানাকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পাওয়া উপসচিব নাসিম ফারহানা শিরীন তার কর্মস্থলে যোগ দেননি। আগামী ৩১ জানুয়ারি তিনি বদলি কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নাসিম ফারহানা শিরীন বর্তমানে শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (অডিট) হিসেবে কর্মরত আছেন।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক (উপসচিব) মো. আব্দুল মালেককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএস/কেএম)