সিআইডি প্রধানের সঙ্গে ইউএনওডিসির কর্মকর্তাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:৪২

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মতবিনিময় করেছেন ইউএনওডিসির (জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দপ্তর) দুই কর্মকর্তা। বৃহস্পতিবার মালিবাগ সিআইডি সদরদপ্তরে এ মতবিনিময় হয়। ইউএনওডিসির দুই কর্মকর্তা হলেন- অ্যামি কমরি এবং ইউরিডিস মারকুইজ।

সিআইডি সূত্রে জানা গেছে, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে ভিয়েনা ইউএনওডিসি সদরদপ্তরের দুইজন কর্মকর্তা মতবিনিময় করেন। এসময় মানবপাচার প্রতিরোধের বিষয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মানবপাচার প্রতিরোধে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে সভা, সমাবেশ, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইউএনওডিসি ও সিআইডির মধ্যে আরো সহযোগীতা বৃদ্ধি এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশা প্রকাশ করা হয়।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :