দারুননাজাত বই উৎসব

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ২৩:২৩

রাজধানীর ডেমরায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্রদের প্রকাশিত বই নিয়ে 'দারুননাজাত বই উৎসব'-এর আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এই উৎসব চলবে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম আবু বকর সিদ্দীক মাদরাসা ক্যাম্পাসের মেলামঞ্চে বইমেলা উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত বই উৎসব চলেবে। থাকবে দারুননাজাত, বর্ণভাস্কর, কনজুমেট ও পুস্তক প্রকাশনীর স্টল।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ. ম আবু বকর সিদ্দীক বলেন, 'আলহামদুলিল্লাহ!

'দারুননাজাত বই উৎসব' দারুননাজাত মাদরাসার একটি নতুন সংযোজন। নতুন উদ্যোগ। আমরা দারুননাজাত পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগটিকে, এই উদ্যোগ গ্রহণকারী স্নেহের কবি ইয়াহইয়া ইউসুফ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।'

তিনি বলেন, 'এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মনে বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি আগ্রহ নতুনভাবে সঞ্চার করবে। এই উদ্যোগ আরো বড় আকার ধারণ করবে। এবারে মূলত শিক্ষক শিক্ষার্থীদের লিখিত বই এখানে এসেছে। আমরা আশা করি দেশের সকল স্তরের লেখক ভবিষ্যতে এতে অংশ নিবেন।'

'দারুননাজাত বই উৎসব'এর উদ্যোক্তা কবি ও শিল্পী ইয়াহইয়া ইউসুফ বলেন, 'অনেক স্বপ্ন, অনেক সাধনা, অনেক পরিশ্রমের পর আমরা সফলতার দেখা পেতে চলেছি। আসলে সেই ছোটবেলা থেকে দারুননাজাতে থাকার কারণে এর প্রতি আমার দারুণ ভালোবাসা সৃষ্টি হয়েছে। দারুননাজাত সব সময় নতুনদের চিন্তা, নতুনদের ভাবনাকে গুরুত্ব দিয়ে থাকে এবং নতুন সংযোজন পছন্দ করে মেধাবিকাশ ও লালনের জন্য।'

ইয়াহইয়া বলেন, 'আমাদের এই যাত্রা অগ্রযাত্রায় রূপান্তর করবে ভবিষ্যৎ প্রজন্ম। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমাদের এই উদ্যোগ যেন সফল হয়।' –বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

ভাষানটেকে অগ্নিদুর্ঘটনা: মায়ের পর স্ত্রীও না ফেরার দেশে

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

ঈদ-নববর্ষে নিরাপত্তা: পুলিশ সদস্যদের তৎপরতায় সন্তুষ্ট ডিএমপি কমিশনার

হাতিরঝিল থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে নষ্ট ও পচা উপকরণে তৈরি হচ্ছিল সস, কারখানা সিলগালা

এই বিভাগের সব খবর

শিরোনাম :