বিপিএল চলাকালে মন্ত্রীত্ব পেলেন ওয়াহাব
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:২২

বিপিএলে খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছেন পাকিস্তানি বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। আর এর মাঝেই সুখবর পেলেন তিনি। খুলনা টাইগার্সে খেলা ওয়াহাব রিয়াজকে পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে। পাকিস্তানের ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘এ’ স্পোর্টস এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছে।
এদিকে দেশটির জিও নিউজের প্রতিবেদন হতে জানা যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে তাকে। এজন্য বিপিএল ছেড়ে দায়িত্ব নিতে পাকিস্তানে চলে যাবেন ওয়াহাব। ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৫৬টি খেলেছেন ওয়াহাব। মোট উইকেট নিয়েছেন ২৩৭ টি। এছাড়া ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন।
এদিকে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন ওয়াহাব। এখন পর্যন্ত বল হাতে সবচেয়ে সফল বোলার তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরেই অবস্থান করছেন তিনি। ৬ ম্যাচ খেলে মাত্র ১২ গড়ে ১২টি উইকেট নিয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ এমএম)