১৬৮ রানের পুঁজি পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৪৪| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৪৭
অ- অ+

সিলেটে অনুষ্ঠিত বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রানের পুঁজি পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে জয়ের জন্য ফরচুন বরিশালের দরকার ১৬৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশালের দলনেতা সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। ৫ রানে মেহেদী মারুফ ও ১৬ রানে আউট হন উন্মুক্ত চান্দ।

অবশ্য তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ম্যাক্স ও’দাউদ ও আফিফ হোসেন। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। এর মাঝে আউট হয়েছেন দলনেতা শুভাগত হোম। আউট হওয়ার পূর্বে ও’দাউদ ৩৩, আফিফ ৩৭ ও শুভাগত হোম ২ রান করেন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান কোর্তেস ক্যাম্ফের ও ইরফান শুক্কুর। সপ্তম উইকেট জুটতে দুজন মিলে তুলেন ৬৬ রান। তাতেই লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম। ১৯ বলে ২০ রানে আউট হন ইরফান। আর মাত্র ২৫ বলে ৪৫ রানে ক্যাম্ফের অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম কমে একদিন পরই বাড়লো, ভরি ১৬৯১৮৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা