শিক্ষা মনের অন্ধকার দূর করে: প্রতিমন্ত্রী পলক

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৫৭

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মনের অন্ধকারকে দূর করে শিক্ষা। আর আমাদের শুধু ভালো ছাত্র-ছাত্রী হলে চলবে না, ভালো মানুষ হতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

শুক্রবার বিকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসবের ৮ম দিনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সিংড়া রত্ন সম্মাননা, রত্নগর্ভা মা সম্মাননা, কর্মজীবনে সফল যারা, কেমন তারা সম্মাননা, ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপসহ মোট ১৪টি ক্যাটাগরিতে এক হাজার ৬৪৫ জনকে সন্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

সম্মানিত অতিথির বক্তব্য দেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম.এম সামিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষা উৎসবের সদস্য সচিব রুহুল আমিন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)