পদ্মার চিতল বিক্রি হলো ৩০ হাজার টাকায়

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৩, ২১:৫৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল একটি চিতল মাছ। পরে এটি বিক্রি হয় ৩০ হাজার ১৪০ টাকায়।

শুক্রবার বিকাল ৩টার দিকে জেলে মংলা হালদারের জালে চিতল মাছটি ধরা পড়ে। পরে ৫নং ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ২৮ হাজার ৭৭০ টাকায় ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, মাছটি আমি জেলের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ২৮ হাজার ৭৭০ টাকায় ক্রয় করে সামান্য লাভে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩০ হাজার ১৪০  টাকায় রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় রুই, কাতল, বোয়াল, চিতল, পাঙ্গাস, বাগাইড়, আইড়সহ অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)