ফরিদপুরে শেখ কামাল আন্তঃস্কুল, মাদ্রাসা ও অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগিতা শুরু

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৫৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেখ কামাল আন্তঃস্কুল, মাদ্রাসা ও অ্যাথলেটিক্স  প্রতিযোগিতা আজ শনিবার সকালে শেখ জামাল স্টেডিয়ামে শুরু হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এতে ফরিদপুর সদর উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু।

সভায় বক্তারা এ ধরনের প্রতিযোগিতা থেকে ভালো  খেলোয়াড় বেরিয়ে আসবে বলে জানান। অনুষ্ঠানে ‌ বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে সারা বছর খেলাধুলা হয় তার ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে খেলাধুলার উন্নতিতে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।

বক্তারা বলেন, শুধু নিয়মিত লেখাপড়া করলে হবে না লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্ব অনস্বীকার্য। একজন ভালো খেলোয়াড় দেশের জন্য অনেক সম্মান বয়ে আনতে পারে। তাই এই প্রতিযোগিতা থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
 ‌
এরপর দিনব্যাপী প্রায় ৩০টি ইভেন্টের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এআর)