বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৭ জন
প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:১৯
যশোরে বিষাক্ত মদ পান করে গত ৭২ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো সাতজন অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে মকের আলীর মোল্লার ছেলে কাসেম মোল্লা (৫৫), একই গ্রামের হামিদের ছেলে নুর ইসলাম (৪৫) ও শাহাজানের ছেলে জাকির হোসেন (২৮) বিষাক্ত মদপানে গুরুতর অসুস্থ হন। তারা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার সময় মদ পানের কথা গোপন রাখেন।
চিকিৎসাধীন অবস্থায় একদিন পর রাতে মারা যান কাসেম মোল্লা। এরপর ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর ইসলাম ও জাকির হোসেন।
সূত্র বলছে, গত ২৫ ডিসেম্বর রাতে সদরের সীতারামপুর গ্রামের বালুর কাছে মদ সেবন করেন অন্তত ২৪ জন। যারা সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় আছেন একই গ্রামের রিপন, আনোয়ার, বাবলু, কালাম ও নজরুল।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, দুইজনের লাশ পরিবার নিয়ে গেছে। একটি লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
যশোরে জেলা প্রশাসক বলছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি হুমায়ুন কবীর খন্দকার বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। আপনি বলছেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
যশোরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। তদন্ত টিম গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের ছাড় দেওয়া হবে না।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এআর)