ফের তালা ঝুলছে মধুমিতায়

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ১৪:৪৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই মাস বন্ধ থাকার পর চলতি মাসের মাঝামাঝি দেশীয় একটি সিনেমা দিয়ে পুনরায় চালু হয়েছিল  ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল।  তবে খোলার কয়েক দিন না যেতেই আবারও তালা ঝুলছে প্রেক্ষাগৃহটির গেটে। আর সেখানে হল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি সাঁটিয়ে দিয়েছেন।

 

ওই বিজ্ঞপ্তিতে লেখা আছে, শুক্রবার (২৭/১/২০২৩) হতে ভ্যন্তরীণ কাজের জন্য মধুমিতা সিনেমা হলের সকল শো বন্ধ থাকবে। খোলার তারিখ পরে জানানো হবে।

 

বিজ্ঞপ্তিতে প্রেক্ষাগৃহ বন্ধের কারণ হিসেবে অভ্যন্তরীণ কাজের কথা উল্লেখ করা হলেও প্রেক্ষাগৃহটি বন্ধ হচ্ছে লোকসানের মুখে পড়ে। এ কথা ঢাকাটাইমসকে আগেই জানিয়েছিলেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

পুনরায় বন্ধ প্রসঙ্গে নওশাদ বলেন, ‘বছরের পর বছর লোকসানের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এভাবে সম্ভব না। এছাড়া সামনে ভালো কোনো সিনেমাও নেই। ভেবেছিলাম বলিউডের ‘পাঠান’ মুক্তি পেলে ভালো একটা ব্যবসা হবে, তাও হলো না।’

প্রসঙ্গত, গত বছরের ১৮ নভেম্বর বন্ধ হয়েছিল মধুমিতা প্রেক্ষাগৃহটি। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই প্রেক্ষাগৃহটি এখনও ঢাকার সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম। প্রেক্ষাগৃহটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।  

 

((ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএম/এআর)