নারায়ণগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের সাত সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের বন্দর থানার এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকা দামের গার্মেন্টস পণ্যসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল গার্মেন্টস পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 

শনিবার বিকালে র‍্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রিপন ওরফে ছোট রিপন, মো. বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লাল, নাঈম ইসলাম, মো. আকাশ, মো. সুমন, মো. ফরিদ ও মো. মঞ্জুর হোসেন জিকু। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার র‍্যাব-৪ এর একটি আভিযানিক বন্দর থানার লাঙ্গলবন্দরের ভাইভাই টিম্বার স’মিলের টিনশেড গোডাউনে অভিযান চালায়। অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা দামের চোরাইকৃত প্রায় ২৬ হাজার ৯৯৫ পিস গার্মেন্টস পণ্যসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। এসময় সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. রিপন ওরফে ছোট রিপনের বাড়ি পটুয়াখালী জেলায়, মো. বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লালের বাড়ি মুন্সিগঞ্জে,  নাঈম ইসলাম আর  মো. আকাশের বাড়ির শরিয়তপুরে, মো. সুমন ও ফরিদের বাড়ি ভোলায় এবং  মো. মঞ্জুর হোসেন জিকুর বাড়ি নারায়ণগঞ্জে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএ/এসএম)