বিপিএলে একশ ম্যাচ খেলার রেকর্ড মাশরাফির

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নবম আসরে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে সিলেটের হয়ে প্রতিনিধিত্ব করছেন মাশরাফি বিন মর্তুজা। তাতেই চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে একশতম ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

সবার আগে রেকর্ড গেড়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। দ্ব্তিীয় ক্রিকেটার হিসেবে একশ ম্যাচ খেলেছেন আরেক উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়। আর বিপিএলে তৃতীয় ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলেন ইমরুল কায়েস।

উল্লেখ্য, একশ ম্যাচের মধ্যে তার দল জিতেছে মোট ৬০টিতে। আর হেরেছে ৩৪টি ম‌্যাচে। আর বল হাতে পেয়েছেন ৯৬টি উইকেট।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএম)