শুভাগত হোমের ঝড়ো ফিফটিতে চট্টগ্রামের সংগ্রহ ১৭৪ রান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৩, ২০:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সিলেটে অনুষ্ঠিত বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুভাগত হোমের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তুললো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে জয়ের জন্য সিলেট স্ট্রাইকার্সের দরকার ১৭৫ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলনেতা শুভাগত হোম। কিন্তু ইনিংসের শুরুটা ভালো হয়নি চ্যালেঞ্জার্সদের। ইনিংসের প্রথম বলেই শূন্যরানে সাজঘরে ফেরেন দলীয় ওপেনার উসমান খান। মাশরাফি বিন মর্তুজার করা বলে দুর্দান্ত ক্যাচ তুলে নেন জাকির হাসান।

শুরুর চাপটা সামলে নেন ওপেনার মেহেদী মারুফ ও আফিফ হোসেন ধ্রুব। দ্বিতীয় উইকেটে জুটিতে মাত্র ৬৫ বলে তুলেন ৮৮ রান। এরপর আমিরের করা বলে বুঝে উঠার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন আফিফ। আউট হওয়ার আগে করেন ৩৪ রান। পরে দ্রুত আউট হয়ে সাজঘরে ফেরেন ম্যাক্স ও’দাউদ ও কৌর্তেস ক্যাম্ফের।

এদিকে প্রথমে ইরফান শুক্কুর ও পরে মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন দলনেতা শুভাগত হোম। ইরফান ৯ রানে ফিরলে মৃত্যুঞ্জয়কে নিয়ে ইনিংস শেষ করেন শুভাগত। মাত্র ২৬ বলে ফিফটি পূরণের পর অপরাজিত থাকেন ৫৪ রানে। মাত্র ২৯ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি করে চার-ছয়ে সাজানো। এদিকে ১৫ রানে অপরাজিত থাকেন মৃত্যুঞ্জয়।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএম)