বইমেলায় আসছে সোয়েব আল হাসানের চতুর্থ বই ‘জল পালঙ্ক’

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ১০:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এবারের অমর একুশে বইমেলায় আসছে লেখক সোয়েব আল হাসানের চতুর্থ বই ‘জল পালঙ্ক’। এ উপন্যাসে এক বেকার যুবকের চাকরি পাওয়া থেকে রহস্যের জট শুরু হয়। সেই জট ক্রমশ বাড়তেই থাকে। জীবন ও জগৎ ঘনীভূত হয়ে আসে অপার রহস্যে।

অসহায় সেই যুবকের ভাগ্যে শেষমেশ কী ঘটে সেটা জানতে হলে ডুব দিতে হবে জল পালঙ্কের অতলে।

বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান তাম্রলিপি। বইমেলায় তাম্রলিপির ২১ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। এছাড়া ঘরে বসে অর্ডার করা যাবে তাম্রলিপি, রকমারি, বইবাজার ছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। বইয়ের নান্দনিক প্রচ্ছদ করেছেন এইচ এম খালিদ।

সোয়েব আল হাসানের প্রথম বই ‘এক কাপ অভিমানী চা’ প্রকাশিত হয় ২০২১ সালের বইমেলায়। বইটি ব্যপক পাঠকপ্রিয় হওয়ার পর ক্রমান্বয়ে আসে ‘মেঘমানবী’ ও ‘বুকের ভেতর বিষাদপুর’।

সোয়েব আল হাসান পেশায় একজন পুরোদস্তর ডিজিটাল মার্কেটার হলেও ছোটবেলা থেকেই লেখালেখিতে ডুবে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।  

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআই/এজে)