নওগাঁ থেকে ৪০০ বাস-ট্রাকে প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছে মানুষ

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৫৮ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৪

নওগাঁ থেকে প্রায় চারশ বাস ও ট্রাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভায় যাচ্ছেন মানুষ। সকাল থেকে যে যার মতো জেলার বিভিন্ন স্থান থেকে রওনা দিয়েছেন জনসভার উদ্দেশে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় আড়াইশো বাস ও দেড়শটি ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করেই জেলার ৯৯ ইউনিয়নের নেতাকর্মীরা জনসভায় যাবেন। প্রত্যেকটি নেতাকর্মীর জন্য নির্দিষ্ট টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়েছে।

সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন জানান, নওগাঁ থেকেই ৭০ হাজারের মতো লোক সমবেত হবেন আজকের জনসভায়। জেলা আওয়ামী লীগ থেকে দেওয়া বাস-ট্রাক ছাড়াও ব্যক্তিগত যানবাহনে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসা মূল্যবান দিকনির্দেশনা নিয়ে আগামীতে আরো গতিশীলতা নিয়ে কাজ করবে নওগাঁ জেলা আওয়ামী লীগ।

দীর্ঘ পাঁচ বছর পরে প্রধানমন্ত্রীর এই জনসভা তথা আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :