কবিতা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৭

মো. মামুনুর রশিদ

কবিতা কি?

সদ্য জন্মানো শিশুর কান্নার আওয়াজে মায়ের চোখে আসা আনন্দ-অশ্রু কবিতা

নবজাতকের মুষ্টিবদ্ধ হাতের ভিতরে আটকে পড়া বাবার আঙ্গুল

বাবার মুখে তৃপ্তির হাসি কবিতা

কবিতা আমার শৈশবের দূরন্তপনা, পুকুরে সাতার

ধানখেতে রাবার ডিউজ আর সুপারি গাছের ফালি দিয়ে বানানো ব্যাটে

সকাল থেকে সন্ধা কাটানো

কবিতা আমার বার্ষিক পরীক্ষার কষ্টকর সময় শেষে ডিসেম্বরের ছুটি

কবিতা আমার জানুয়ারিতে পাওয়া নতুন বই

কবিতা আমার মায়ের হাসি, বাবার কন্ঠে দরাজ তিলাওয়াত

কবিতা আমার ঘুম ঘুম চোখে খোঁজা বাবার আনা লাড্ডু

কবিতা আমার খড়ের ঘরে বসে চা ও চিতইয়ের আসর।

বাবার প্রস্থান অতঃপর কিশোর ছেলের প্রতিকূল পথচলা কবিতা

জীবন পথে হোঁচট খাওয়া, নিঃসঙ্গতা—কবিতা

কবিতা আমার একলা চলার নীতি, কবিতা আমার আকাশ ছোয়ার প্রীতি।

কবিতা কি?

কবিতা হচ্ছে জীবন।

লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী