তিন অতিরিক্ত সচিব ও একজন গ্রেড-১ কর্মকর্তা অবসরে

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:২০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন অতিরিক্ত সচিব ও একজন গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। রবিবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. হেলাল উদ্দিনকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারকে আগামী ৩১ জানুয়ারি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাইল করিমকে ৩০ জানুয়ারি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) মোহসিনা ইয়াসমিনকে ২৮ জানুয়ারি থেকে অবসর দেওয়া হলো।

তারা অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসএস/ইএস)