দরপতনের শীর্ষে ই-জেনারেশন

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার শেয়ারদর পতনের শীর্ষে উঠেছে ই-জেনারেশন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১৮ বারে ৩ লাখ ৬৭ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৫ বারে ১৫ লাখ ৩০ হাজার ৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৯৭ বারে ১১ লাখ ৬১ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন ক্যাবলসের ৩.৯৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৩.৯০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৮৩ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ২.৭১ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)