ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলাকালেই পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব রিয়াজ। এবার সেই দায়িত্ব নিতেই বিপিএল ছাড়লেন বাঁ-হাতি এই পেসার।

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট বার্তায় ওয়াহাব লেখেন, ‘বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। তামিম এবং খালেদ মাহমুদ সুজনদের অসংখ্য ধন্যবাদ। আর আমার দলের জন্য শুভকামনা জানাচ্ছি। আজম খানকে অনেক মিস করব।’

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৫৬টি খেলেছেন ওয়াহাব। মোট উইকেট নিয়েছেন ২৩৭ টি। এছাড়া ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন।

এদিকে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন ওয়াহাব। এখন পর্যন্ত বল হাতে সবচেয়ে সফল বোলার তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরেই অবস্থান করছেন তিনি। ৭ ম্যাচ খেলে মাত্র ১৪ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)