আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর ঢাকা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:০১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে এসেছে ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৬৩। ১৯০ একিউআই স্কোর নিয়ে ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। 

একিউআই স্কোরে আজ তৃতীয় স্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা। শহরটির একিউআই স্কোর ১৮৯। ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। চীনের উহান পঞ্চম, স্কোর ১৮১। এরপরই রয়েছে ভারতের মুম্বাই (১৭০) ও নেপালের কাঠমান্ডু (১৬৫)।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এফএ)