দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৮
দক্ষিণ আফ্রিকার একটি টাউনশিপে জন্মদিন উদযাপনকারী একদল লোকের ওপর বেপরোয়া গুলি চালিয়ে অন্তত আটজনকে নিহত এবং তিনজনকে আহত করেছে দুইজন বন্দুকধারী। সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রবিবার সন্ধ্যায় দক্ষিণের বন্দর শহর গকেবেরহাতের এক বাড়িতে জন্মদিনের পার্টি চলার সময় অপরিচিত দুই বন্দুকধারী হুট করে প্রবেশ করে এবং অনুষ্ঠানের এবং অতিথিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।’
পুলিশ আরও জানায়, অজানা বন্দুকধারীরা ‘অতিথিদের ওপর এলোমেলোভাবে গুলি করেছে। এতে আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।’
হামলার তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে গোলাগুলি সাধারণ ঘটনা। দেশটিতে বিশ্বের সর্বোচ্চ হত্যার হার রয়েছে। এমনকি গ্যাং সহিংসতা এবং অ্যালকোহল চক্রের মতো নানা ধরনের সহিংস কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে দেশটিতে।
দক্ষিণ আফ্রিকা গত বছর জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের শ্রমিক শ্রেণীর শহরতলিতে পৃথক বারে গুলি চালিয়ে প্রায় দুই ডজন লোককে নিহত করা হয়েছিল।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএটি)