ফরিদপুরে খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:১১

ফরিদপুরে বা‌সি খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করায় একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা।

সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত সুবর্ণা হো‌টেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ওই হোটেলের ফ্রিজে সংরক্ষিত ২০টি বা‌সি চিকেন চাপ ও সাতটি মুরগি গ্রিল জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযানকালে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিসের মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ওই খাবার হোটেলকে অভিযুক্ত করে এ জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় হো‌টেলটির খাবার মূল্য তা‌লিকা প্রদ‌র্শিত দেখা গে‌ছে। ত‌বে এ সকল মূল্য তা‌লিকা হো‌টে‌লের একা‌ধিক দৃশ্যমান স্থা‌নে প্রদর্শনের নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :