যমুনা সার কারখানার জিএম লাঞ্ছিত, চার কর্মচারীর বদলি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার জিএমকে লাঞ্ছিত করার ঘটনায় চার কর্মচারীকে বদলি করা হয়েছে। একই ঘটনা যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএস) সভাপতি-সম্পাদকসহ ১৩ জনকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) উপ-কর্মচারী প্রধান (এলএসএ) কামরুজ্জামান শেখ স্বাক্ষরিত পত্রে এ দপ্তারাদেশ দেওয়া হয়।

নতুন বছরের শুরুতে যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত সময়ে কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করতে পদক্ষেপ নেয় কারখানা কর্তৃপক্ষ। কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি তদারকির দায়িত্ব পান। গত ২ জানুয়ারি সকালে দেলোয়ার হোসেন কারখানার প্রধান গেটে অবস্থান নিয়ে শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদানের সময়-সূচি পর্যবেক্ষণ করছিলেন।

সকাল সাড়ে ৮টায় কাজে যোগদানের সময় নির্ধারিত থাকলেও তা উপেক্ষা করে ব্যাগিং সেকশনের মাস্টার অপারেটর ময়েন উদ্দিনসহ অনেকে সকাল ৯টায় কারখানা গেটে আসেন।

দেলোয়ার হোসেন তাদেরকে হাজিরা খাতায় সময় উল্লেখ করে স্বাক্ষর করতে বলেন। এতে ব্যাগিং সেকশনের মাস্টার অপারেটর ময়েন উদ্দিন উত্তেজিত হয়ে জিএম প্রশাসনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন।

গেটে স্বাক্ষর করতে বলার বিষয়টি জানতে পেরে যমুনার সিবিএ সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীও উত্তেজিত হয়ে উঠেন। পরে তারা অন্য শ্রমিকদের নিয়ে প্রশাসনিক ভবনের পাশে জটলা তৈরি করেন। একপর্যায়ে সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক জিএম প্রশাসনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ওই দিনই বিসিআইসির জিএম (পার্সেল) শহিদুল ইসলামকে প্রধান করে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেয় বিসিআইসি কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যমুনা সার কারখানার মাস্টার টেকনিশিয়ান ময়েন উদ্দিন, মাহবুবুর রহমান, মাস্টার অপারেটর আব্দুস সালাম ও কাগজকল হেলপার আবুল হোসেনকে অন্যত্র বদলি করা হয়। এছাড়া যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএস) সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, তুলা মিয়া (এসটি-১), রসুল মিয়া, মাস্টার টেকনিশিয়ান হেলাল উদ্দিন, ফজলুল হক খান, নূরে আলম খান, একেএম মাহবুবুর রহমান, ময়েন উদ্দিন, মাস্টার অপারেটর আব্দুস সালাম, কাগজকলম হেলপার আবুল হোসেন, রেকর্ডস্টার শাহিন হোসেনসহ ১৩ জনকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ ব্যাপারে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক শহীদুল্লাহ খান বলেন, যমুনার জিএমকে (প্রশাসন) লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিসিআইসি কর্তৃপক্ষ। ওই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে কারখানার ৪ কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়াও অপর ১৩ জনকে কারণদর্শানোর নোটিশ দিয়েছে বিসিআইসি কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :