অভিনেত্রী আঁখির হাতের কনুই পর্যন্ত ও ঊরুর চামড়া কেটে ফেলতে হয়েছে

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৩, ১১:২৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৪৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

শুটিং সেটে শর্টসার্কিট থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ হওয়া অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা গুরুতর। ঢাকা টাইমসকে এমনটাই বলেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘আঁখির হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলতে হয়েছে। ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। সব মিলিয়ে অবস্থা গুরুতর।’

গেল রবিবার মিরপুরের একটি নতুন শুটিং সেটে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের কাজ চলছিল। আচমকাই তখন বিস্ফোরণের শব্দ শুনতে পায় গোটা ইউনিট। হালকা করে কেঁপে ওঠে গোটা শুটিং সেট। এরপর দেখা যায় মেকআপ রুমের দরজা-জানালা ভেঙে গেছে।

নাটকটির পরিচালক আশফাকুল আলম সে সময় জানান, ‘আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। আঁখি পরের দৃশ্যের জন্য একাই মেকআপ রুমে রেডি হচ্ছিল। গিয়ে দেখি তার অবস্থা খারাপ। হাত, পায়ের চামড়া পুড়ে গেছে। তখনই আমরা মিরপুরে একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শে পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।’

রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, অভিনেত্রী আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। ঘটনার সময় আঁখির স্বামী নাট্য পরিচালক রাহাত কবির শুটিং সেটের নিচে ছিলেন। তিনি জানান, ‘শব্দ শুনে সঙ্গে সঙ্গে ওপরে যাই। গিয়ে দেখি আঁখির হাত, পা, মুখ পুড়ে ঝলসে গেছে।’

আঁখির বরাত দিয়ে রাহাত আরও জানান, আঁখি চুল স্ট্রেট করছিলেন। এরপর সকেট থেকে স্ট্রেটনারের প্লাগ খোলার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয়। তারপর আর কিছু মনে নেই তার। রাহাত জানান, এক মাসের বেশি সময় হাসপাতালে থাকতে হবে আঁখিকে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লেগে যাবে।

এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, বাথরুমে কোনো কারণে গ্যাস জমে ছিল। এরপর স্ট্রেটনারের শর্টসার্কিট থেকে তৈরি বৈদ্যুতিক স্পার্কে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই মেকআপ রুমের বাথরুমটি একদম লাগোয়া।

আপাতত বন্ধ ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শুটিং। গোটা ইউনিটজুড়ে আতঙ্কের পরিবেশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেতা জানান, ‘একটু সতর্ক হলেই এসব দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু সেদিকে কারও নজর নেই।’

এক দশকেরও বেশি ধরে অভিনয় জগতে পথচলা শারমিন আঁখির। বেড় ওঠা চট্টগ্রামে। অভিনয়ে হাতেখড়ি ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’ মঞ্চ দলের হাত ধরে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করে আলোচনায় আসেন আঁখি। পরবর্তীতে পরিচিতি পান টিভি নাটকে কাজ করে। তবে হঠাৎ দুর্ঘটনায় হুমকির মুখে জীবন-ক্যারিয়ার।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)