কোনোভাবেই হিন্দি সিনেমা আনা যাবে না, হুঁশিয়ারি ঝন্টুর

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:৩০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:৫৫

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখ-দীপিকা জুটির চতুর্থ ছবি ‘পাঠান’। মুক্তির ছয় দিনেই ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। তাই বাংলাদেশেও ‘পাঠান’ মুক্তি দেওয়ার ব্যাপারে তোড়জোড় চলছে খুব জোরালো ভাবে। কিন্তু কোনো হিন্দি ছবি দেশে আনা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু।

‘পাঠান’ বাংলাদেশে আমদানির ব্যাপারে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অসংখ্য ছবির এই পরিচালক ও চিত্রনাট্যকার। ঝন্টু সাফ জানিয়ে দেন, ‘দেশে কোনোভাবেই হিন্দি ছবি আমদানি করা যাবে না।’ তার প্রশ্ন, ‘বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে কেন বিদেশি চলচ্চিত্র আমদানি করতে হবে।’

সম্প্রতি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেছিলেন, ‘পাঠান’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তিতে তার কোনো আপত্তি নেই। তবে লাভের ১০ শতাংশ শিল্পী সমিতিকে দিতে হবে। সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে ঝন্টু বলেন, ‘আমাদের কি টাকার এতই অভাব যে ‘পাঠান’-এর লাভের ১০ শতাংশ নিতে হবে?’

নিপুণকে উদ্দেশ্য করে বয়জ্যেষ্ঠ এই নির্মাতা বলেন, ‘আমাদের চলচ্চিত্র যেন প্রসারিত হয় তার জন্য নিপুণকে কাজ করতে হবে। আমর বিশ্বাস, নিপুণ আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করবে। তা না করে যদি বিদেশি চলচ্চিত্র দেশে ঢোকানো হয়, তাতে বরং ক্ষতিটা আমাদের চলচ্চিত্র অঙ্গনেরই হবে।’

দেলোয়ার ঝন্টু এও বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্র ভালো যাচ্ছে না। দেশের চলচ্চিত্র নিয়ে এখন সরকারিভাবে ভাবা উচিত বলে আমি মনে করি।’

তবে শুধু ঝন্টু নন, দেশে হিন্দি ছবি আমদানির বিপক্ষে মনোয়ার হোসেন ডিপজল এবং জায়েদ খানসহ আরও কয়েকজন।

যদিও চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষই মনে করছেন, দেশে হিন্দি ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ সচল হবে, বন্ধ থাকা অনেক হল খুলবে। ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিতে গত শনিবার চলচ্চিত্রের ১৯টি সংগঠনের নেতারা এফডিসিতে বৈঠকও করেছেন। সিদ্ধান্ত কী আসে সেটাই এখন দেখার।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)